ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিতমারীতে ২১ মাদক বিক্রেতার আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
আদিতমারীতে ২১ মাদক বিক্রেতার আত্মসমর্পণ মাদক বিক্রেতাদের আত্মসমর্পণ

লালমনিরহাট: মাদক বিক্রি ছেড়ে আলোর পথে ফিরে আসার অঙ্গীকার নিয়ে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ২১ মাদক বিক্রেতার আত্মসমার্পণ করেছেন।

বুধবার (২০ জুন) বিকেলে আদিতমারী থানা চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হকের হাতে অঙ্গীকার নামা দিয়ে আত্মসমার্পণ করেন তারা।

আত্মসমর্পণকারীরা হলেন- উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদলের আব্দুল হাই (৬৫), মধুপুরের মতিয়ার রহমান মতি (৬৪), একই গ্রামের জয়নাল আবেদীন (৬৬), আবুল হোসেন (৪২), জনু মিয়া (২৩), মহিষখোচা ইউনিয়নের বারঘড়িয়া গ্রামের জিন্নাত আলী (৩৮), দক্ষিণ বালাপাড়া গ্রামের দুলু মিয়া (৩৬), রবিউল ইসলাম (৩৬), রিয়াজ উদ্দিন (৩৮), এমদাদুল হক (৪০), মাহাতাব আলী (২৫), শাহজাহান আলী (৩৮), হারুন মিয়া (৩২), সামছুল হক (৩৮), আব্দুস সোবহান (৪৫), ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের আইয়ুব আলী (৪৩), জরিপ আলী (২৬), আনিছুর রহমান (৩৮), মুকুল হোসেন (৪৫), বড় কমলাবাড়ি গ্রামের আলী হোসেন (৫৫) ও আদিতমারী উত্তরপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিক (৬৭)।

আত্মসমর্পণকারীদের উদ্দেশ্যে পুলিশ সুপার রশিদুল হক বলেন, ‘ভালো হয়ে থাকলে পৃথিবীর সব চেয়ে কাছের বন্ধু হব। আবার আগের পথে গেলে চরম শত্রু হব আমি। অন্যের ছেলের মুখে বিষ তুলে দিয়ে নিজের ছেলেকে মধু খাওয়ানো মাদক বিক্রেতারা ছাড় পাবে না। রাস্ট্র তাদের দায়িত্ব নিবে না। ’

অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, যারা আলোর পথে ফিরেছেন তারা প্রয়োজন মনে করলে তাদেরকে সামাজিক নিরাপত্তা বেস্টনি প্রকলম্পসহ সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পুনর্বাসন করা হবে। এজন্য তিনি জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করেন।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানার সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার এনএম নাসির উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সুশান্ত সরকার, উপজেলা কমিউনিটি পুলিশিং ইউনিটের সভাপতি আব্দুল হাকিম, সম্পাদক আবু বক্কর সিদ্দিক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান রফিকুল আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad