ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে ৩ শিক্ষককে বহিষ্কারের ঘটনায় তদন্ত কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
বাগেরহাটে ৩ শিক্ষককে বহিষ্কারের ঘটনায় তদন্ত কমিটি

বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ের তিন শিক্ষককে বহিষ্কারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (২০ জুন) অন্যায়ভাবে বহিষ্কৃত শিক্ষকদের আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তানজিল্লুর রহমান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাকসুদা বেগমকে একটি তদন্ত কমিটি করার নির্দেশ দেন।

কমিটির সদস্যরা হলেন- আহ্বায়ক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারিকুর রহমান, সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী ও মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার এএম হিসামুল হক।

এ কমিটি রোববার (২৪ জুন) সকালে সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয়ে উপস্থিত হয়ে উল্লেখিত ঘটনার তদন্ত করার কথা রয়েছে।

বহিষ্কৃত শিক্ষকরা হলেন- ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ শামীম হাসান, সহকারী শিক্ষক (শরীর চর্চা) শেখ আব্দুল ওহায়াব, সহকারী শিক্ষক (কম্পিউটার) মোসা. কামরুন্নাহার।

ইউএনও মো. তানজিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, সভাপতি শিক্ষকদের অন্যায়ভাবে বহিষ্কার করেছে এমন আবেদনের প্রেক্ষিতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত কমিটি সাত কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দেবেন। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ, ১০ জুন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি কাজী মতিনুর রহমান নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয়ের তিন শিক্ষককে একসঙ্গে বহিষ্কার করেন। পরে শিক্ষকরা নিজেদের নির্দোষ দাবি করে বহিষ্কারকে অন্যায় বলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেন এবং বৃহস্পতিবার (১৪ জুন) দুপুরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকরা অনশন করেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।