ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেহেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, জুন ২০, ২০১৮
মেহেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলায় ফরিদা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ জুন) দুপুরে উপজেলার দেবীপুর গ্রামের পুকুরপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত গৃহবধূ ফরিদা খাতুন দেবীপুর গ্রামের ময়নাল হোসেনের স্ত্রী।

তিনি দুই সন্তানের জননী ছিলেন।

নিহতের বাবা কিতাব আলী বাংলানিউজকে জানান, মিথ্যা পরকিয়ার অভিযোগ তুলে ফরিদা খাতুনের স্বামী ময়নাল হোসেন তাকে ব্যাপক নির্যাতন করছিলেন। মঙ্গলবার (১৯ জুন) দুপুরে ফরিদাকে পিটিয়ে দুই হাত ভেঙে দেয়ে তার স্বামী। এছাড়াও তার শরীরের বিভিন্ন অংশ ধারালো অস্ত্র দিয়ে কেটে দেয়া হয়। পরে রাতের কোনো এক সময় তাকে হত্যা করে মুখে বিষ ঢেলে আত্মহত্যা বলে চালানো হয়। এ ঘটনার পর থেকে ময়নালের পরিবারের সবাই পলাতক রয়েছেন।
 
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বাংলানিউজকে জানান, ফরিদা খাতুন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে প্রাথমিকভাবে অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, জুন ২০, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।