ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

নরসিংদী: নরসিংদী জেলার রায়পুরায় পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২০ জুন) সকালে উপজেলার মেথিকান্দা ও আমীরগঞ্জে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার বাদুয়ারচরের এমদাদুল হক (৩৫) ও অজ্ঞাত নারী (২৫)।

রেলওয়ে ফাঁড়ি পুলিশ সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেনে কাটা পড়ে এমদাদুল হকের মৃত্যু হয়।

অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের আমিরগঞ্জ এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

নরসিংদী রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহ আলম বাংলানিউজকে জানান, নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিতে মরদেহ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে। অপর জনের
নাম-ঠিকানা এখনো পাওয়া যায়নি।

মানুষের অসচেতনতার কারণে এ ধরনের দুর্ঘটনার সংখ্যা দিন দিন বেড়েই চলছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ২০, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।