ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

টঙ্গীতে ভাঙ্গারি মার্কেটে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১০ ঘণ্টা, জুন ২০, ২০১৮
টঙ্গীতে ভাঙ্গারি মার্কেটে আগুন

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর মধ্য আরিচপুর এলাকায় একটি ভাঙ্গারি মার্কেটে আগুন লেগে টিনশেড প্রায় ৪০টি কক্ষ পুড়ে গেছে। পুড়ে যাওয়া কক্ষগুলোর মধ্যে ভাঙ্গারি মালের দোকান ছাড়াও বসবাসের কক্ষ ছিল। বুধবার (২০ জুন) ভোর ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। 

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান বাংলানিউজকে জানান, টঙ্গীর মধ্য আরিচপুর বৌ বাজার এলাকায় একটি ভাঙ্গারি মার্কেটে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন টিনশেডের ৬টি ঘরের বসবাসের কক্ষসহ বিভিন্ন পুরাতন মালের ছোট ছোট প্রায় ৪০টি দোকানে ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।  

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, ২০ জুন, ২০১৮ 
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।