ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে বৃদ্ধের কব্জি বিচ্ছিন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ইসমাইল পেদা (৬০) নামে এক বৃদ্ধের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। এসময় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

মঙ্গলবার (১৯ জুন) দিনগত রাত ৯টার দিকে উপজেলার কোদালপুর ইউনিয়নের হাওলাদারপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত অন্যরা হলেন- আলমগীর পেদা (৫৫), মানিক পেদা (৩৫), সুমি আক্তার (২০) ও আল আমিন পেদা (২৬)।

এদের সবাইকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসমাইল পেদার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহত ইসমাইল পেদা বলেন, জমি নিয়ে দ্বন্দ্বের জের ধরে শুকুর মাঝির হুকুমে জয়নাল মাঝি, শাহাবুদ্দিন মাঝি, মহি মাঝি, মনির মাঝি ও রাজা মিয়াসহ প্রতিপক্ষের লোকজন আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আমাদের সবাইকে গুরুতর আহত করেন। তারা আমার কব্জি বিচ্ছিন্ন করে দিয়েছে। এছাড়া পাসহ সারা শরীর কুপিয়ে জখম করেছে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো অভিযোগ পাইনি। পেলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৩৪৮ ঘণ্টা, জুন ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad