ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ১২০০ যাত্রীর জরিমানা

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করায় ১২০০ যাত্রীর জরিমানা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঈশ্বরদী: বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে আটটি যাত্রীবাহী আন্তঃনগর ট্রেনে ১২০০ যাত্রীর কাছ থেকে ভাড়াসহ ৪ লাখ ৪ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের আওতাধীন পাকশী বিভাগীয় রেলওয়ে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৯ জুন) সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত ঈশ্বরদী জংশন স্টেশনের ওপর দিয়ে চলাচলকারী আটটি আন্তঃনগর ট্রেনে অভিযান চালিয়ে এ জরিমানাসহ ভাড়া আদায় করা হয়।

পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) অসীম কুমার তালুকদার বাংলানিউজকে জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ঈশ্বরদীর ওপর দিয়ে চলাচলকারী আটটি আন্তঃনগর ট্রেনে বিনা টিকিটে ট্রেনে চড়া ১২০০ যাত্রীদের কাছ থেকে ভাড়াসহ জরিমানা আদায় করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুন, বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) আনোয়ার হোসেন, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) ময়েন উদ্দিন, বিভাগীয় সংকেত প্রকৌশলী আবু হেনা মোস্তফা আলম, বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা খাইরুল ইসলাম, বিভাগীয় সিগন্যাল ও টেলিকম প্রকৌশলী রুবাইয়াৎ শরীফ প্রান্ত, সহকারী পরিবহন কর্মকর্তা নাসির উদ্দিন, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মজিবর রহমান, ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক আব্দুল আলীম বিশ্বাস মিঠু, ইয়াসির আরাফাত, বরকত উল্লাহ, আল-আমিন, গৌড় সিংহ, আকরাম হোসেন প্রমুখ।

ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো যাত্রীবাহী ট্রেনগুলো হলো- রাজশাহী-খুলনাগামী ৭৬২ নম্বর আন্তঃনগর সাগরদাঁড়ি এক্সপ্রেস, খুলনা-রাজশাহীগামী ৭১৫ নম্বর আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস, খুলনা-চিলাহাটিগামী ৭২৭ নম্বর রুপসা এক্সপ্রেস, খুলনা-ঢাকাগামী ৭৬৩ নম্বর চিত্রা এক্সপ্রেস, রাজশাহী-চিলাহাটিগামী ৭৩৩ নম্বর তিতুমীর এক্সপ্রেস, দিনাজপুর-ঢাকাগামী ৭৫৮ নম্বর দ্রুতযান এক্সপ্রেস, ঢাকা-রংপুরগামী ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা-রাজশাহীগামী ৭৫৩-৭৫৪ নম্বর সিল্কসিটি এক্সপ্রেস।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, জুন ২০, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad