ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নাগরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
নাগরপুরে ভাইয়ের হাতে ভাই খুন

টাঙ্গাইল: টাঙ্গাইলের নাগরপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাই সুরেশ চন্দ্র শীল শ্বাসরোধ করে পানিতে ফেলে বড় ভাই আনন্দ চন্দ্র শীলকে খুন করেছেন।

মঙ্গলবার (১৯ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার চৌধুরী ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আনন্দ ও ঘাতক সুরেশ ওই গ্রামের পলান শীলের ছেলে।

ঘটনার পর থেকেই সুরেশ পলাতক রয়েছেন।

নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) খান মোহাম্মদ হাসান মোস্তফা বাংলানিউজকে জানান, দীর্ঘদিন ধরে আনন্দের সঙ্গে ছোট ভাই সুরেশের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে রাতে বাড়ির পাশে পুকুর পাড়ে একটি গাছের মালিকানা নিয়ে উভয়ের মধ্যে বাক বিতণ্ডা হয়। একপর্যায়ে সুরেশ বড় ভাই আনন্দকে শ্বাসরোধ করে পুকুরের পানিতে ফেলে দেন। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত চিকিৎসক হাবিবুর রহমান মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।