ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাক্ষাৎ করতে এসে রাষ্ট্রপতিকে ফুল দিয়ে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। ছবি: পিআইডি

ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১৯ জুন) সন্ধ্যায় বঙ্গভবনে এ সাক্ষাত অনুষ্ঠিত হয়।

পরে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে বলেন, প্রধানমন্ত্রী গত কয়েক মাসে 'গালফ শিল্ড-১' শীর্ষক সামরিক মহড়ার সমাপনী অনুষ্ঠানে যোগদান উপলক্ষে সৌদি আরব সফর, কমনওয়েলথ দেশগুলোর সরকার প্রধানদের শীর্ষ সম্মেলন যোগ দিতে যুক্তরাজ্য সফর, গ্লোবাল সামিট অব উইমেন সম্মেলনে যোগদান, অস্ট্রেলিয়া সফর, বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে যোগ দিতে ভারতের পশ্চিমবঙ্গ সফর এবং জি-৭  আউটরিচ সম্মেলনে যোগদান কানাডা সফরের কথা রাষ্ট্রপতিকে অবহিত করেন।

সাক্ষাতের সময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।