ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৭ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
লালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় আহত ১৭ 

নাটোর: নাটোরের লালপুরে উপজেলায় যাত্রীবাহী লেগুনা ও একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই র‌্যাব সদস্যসহ ১৭ জন আহত হয়েছেন। 

মঙ্গলবার (১৯ জুন) বিকেলে উপজেলার ধুপইল এলাকায় এ পৃথক দুর্ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার বনপাড়া থেকে ১৪ যাত্রী নিয়ে লেগুনাটি বাগাতিপাড়ার দয়ারামপুরের উদ্দেশে যাচ্ছিল। পথে ধুপইল এলাকায় পৌঁছলে লেগুনার চাকা ফেটে যায়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে লেগুনাটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ও যাত্রীসহ ১৫ জন আহত হন।
 
একই সময় বিপরীত দিক থেকে আসা সিভিলে দুই র‌্যাব সদস্য মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে একই সড়কের অপরপাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের দুই আরোহী আহত হন।  

এ অবস্থায় স্থানীয়রা দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে ১৬ জনকে দয়ারামপুর কাদিরাবাদ ক্যান্টনমেন্টের সিএমএইস হাসপাতালে ও একজনকে দয়ারামপুর মজুমদার ক্লিনিকে নিয়ে ভর্তি করে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জুয়েল বাংলানিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।  

এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের কারও নাম-ঠিকানা জানা যায়নি।  

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।