ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বিনা টিকিটে রেল ভ্রমণে জরিমানা গুনলেন ৬৭ যাত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
বিনা টিকিটে রেল ভ্রমণে জরিমানা গুনলেন ৬৭ যাত্রী লালমনিরহাটের রেলওয়ে কর্তৃপক্ষের অভিযান

লালমনিরহাট: বিনা টিকিটে রেল ভ্রমণের দায়ে ৬৭ যাত্রীকে জরিমানা করেছে লালমনিরহাটের রেলওয়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৯ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে রুটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় সহকারী পরিবহন সুপার (এটিএস) সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে রুটের বিভিন্ন স্টেশনে বিশেষ টিকিট চেকিং অভিযান পরিচালনা করা হয়।

এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৬৭ যাত্রীকে চার হাজার ৮৭০ টাকা জরিমানাসহ ভাড়া আদায় করা হয়েছে।

এ অভিযান আগামী দিনেও অব্যহত থাকবে বলেও জানান রেলওয়ের ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।