ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাগুরায় ২৭৫ কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
মাগুরায় ২৭৫ কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরা সদর উপজেলার ২৭৫ জন কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা কৃষি অফিসার রুহুল আমিনের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-পরিচালক পার্থ প্রিতম সাহাসহ উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তারা।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রুহুল আমিন বাংলানিউজকে বলেন, কার্যালয়ের অধীনে ২৭৫ জন কৃষকের মধ্যে চাষ করার জন্য পেঁয়াজ, ভুট্টা, মুগ ডাল, ধান ও বেগুনের বীজ বিতরণ করা হয়েছে। আর সেইসঙ্গে তাদের মধ্যে সারও সরবরাহ করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।