ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
বাগেরহাটে বজ্রপাতে কৃষকের মৃত্যু

বাগেরহাট: বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নে বজ্রপাতে বিভাষ মৃধা (৪৯) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শুভাষ তালুকদার (৪৮) নামে আরও একজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৯ জুন) দুপুরে ওই ইউনিয়নের কুমাড়িয়াজোলা গ্রামে নিজ মাছে ঘেরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিভাষ মৃধা ওই গ্রামের মৃত রমেন মৃধার ছেলে।

বাগেরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিৎকিসক ড. মশিউর রহমান বাংলানিউজকে বলেন, বিভাষ মৃধাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। এছাড়া আহত শুভাষ তালুকদারকে চিৎকিসা দেওয়া হচ্ছে।

এদিকে জেলার মোংলা উপজেলার জয়মুনি কাটাখাল এলাকায় বজ্রপাতে শ্রীদেবী (৩০) নামে এক গৃহবধূ দগ্ধ হয়েছেন জানা যায়।

দগ্ধ শ্রীদেবী কাটাখাল এলাকার সুজিতের স্ত্রী। তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।