ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৯ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ চালুর দাবিতে মানববন্ধন মানববন্ধন। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর-ঢাকা লঞ্চ সার্ভিস চালুর দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছেন বিভিন্ন শ্রেনী-পেশাজীবী মানুষ।

মঙ্গলবার (১৯ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ‘ঢাকা টু লক্ষ্মীপুর লঞ্চ চাই’ পরিষদের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

পরিষদের আহ্বায়ক সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুস সাত্তার পলোয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ শামছুল আলম, লক্ষ্মীপুর নৌ-বন্ধর চাই আন্দোলনের আহ্বায়ক জাকির হোসেন ভূঁইয়া আজাদ,লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল স্বাধীনতা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মাহবুবুর রশিদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা রুহুল আমিন মাস্টার, জেলা কৃষক লীগের আহ্বায়ক হিজবুল বাহার রানা প্রমুখ।

 

বক্তারা বলেন, পাশের জেলা চাঁদপুরে লঞ্চ সার্ভিস থাকলেও লক্ষ্মীপুর থেকে ঢাকা লঞ্চ সার্ভিস নেই। সম্প্রতি বর্তমান সরকার জেলার প্রায় ২০ লাখ মানুষের সহজ যাতায়াতের জন্য মেঘনা উপকূলীয় এ অঞ্চলে লঞ্চ সার্ভিস চালুর ঘোষণা দেন। কিন্তু অদৃশ্য শক্তির কারণে তা বাস্তবায়ন হচ্ছে না। ফলে জেলাবাসী লঞ্চ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনতিবিলম্বে প্রধানমন্ত্রীর কাছে লঞ্চ চালুর দাবি জানান বক্তারা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।