ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৬ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু

চাঁদপুর: ঝড়ো হাওয়া কমে যাওয়ায় চাঁদপুর-ঢাকা নৌরুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (১৯ জুন) দুপুর পৌনে ১২টা থেকে লঞ্চ চলাচল শুরু করে। 

এর আগে বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে সকাল পৌনে ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয় চাঁদপুর বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। তবে নারায়ণগঞ্জগামী একতলা ছোট লঞ্চগুলো নদীর ঢেউয়ের অবস্থান দেখে ছাড়ার জন্য নির্দেশনা দিয়েছেন বিআইডাব্লিউটিএর উর্ধ্বতন কর্তৃপক্ষ।

চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা আব্দুল আজিজ বাংলানিউজকে বলেন, সকাল ৮টা থেকে বন্দরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাঁদপুরে ২ নম্বর নৌ হুঁশিয়ারির কথা জানালে আমরা ছোট-বড় সব লঞ্চ চলাচলই বন্ধ রাখি। পরে আবহাওয়া স্বাভাবিক হওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়।  

বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।