ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৭ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
নীলফামারীতে দুর্ঘটনায় নিহত ৯ জনের পরিবারকে সহায়তা সহায়তার টাকা তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম

নীলফামারী: সড়ক দুর্ঘটনায় নিহত ৯ জনসহ আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে নীলফামারী জেলা প্রশাসন। 

নিহতদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার এবং আহতদের ১০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।

সোমবার (১৮ জুন) বিকেলে চওড়া বড়গাছা স্কুল অ্যান্ড কলেজ মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম হতাহত স্বজনদের হাতে এ সহায়তার টাকা তুলে দেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজাহারুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন ভূঁইয়া, চওড়া বড়গাছা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৩২ ঘণ্টা, জুন ১৯, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।