ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কাহারোলে র‌্যাবের ওপর হামলার ঘটনায় আটক ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
কাহারোলে র‌্যাবের ওপর হামলার ঘটনায় আটক ৪

দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলার দীপনগর গ্রামে এক জেএমবি সদস্যকে ধরতে গিয়ে র‌্যাবের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। 

এ ঘটনায় সোমবার (১৮ জুন) রাত ১১টার দিকে দিনাজপুর কাহারোল থানায় মামলা করছে র‌্যাব।

আটকরা হলেন- দীপনগর গ্রামের আবুল হোসেন, তুহিন, ফেরদৌস ও পাল্টাপুর গ্রামের আজাহার আলী ও সোবাহান মিয়া।

 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ জুন) রাতে জেলার চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর দক্ষিণ নশরতপুর প্রধানপাড়া গ্রামের জেএমবি সদস্য জমশেদ আলীকে ধরতে গেলে স্থানীয় বিএনপি-জামায়াতের কর্মীরা র‌্যাবের ওপর হামলা চালায়। এতে এক র‌্যাব সদস্য আহত হন। পরে এ ঘটনায় র‌্যাব চারজনকে আটক করে।

এ ব্যাপারে র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের অধিনায়ক (সিও) মেজর তালুকদার নাজমুছ সাকিব বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১৫২ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।