ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
বালুখালী ক্যাম্পে রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা আরিফ উল্লাহ

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার পালংখালীর বালুখালী ক্যাম্পে আরিফ উল্লাহ (৪৫) নামে এক রোহিঙ্গা নেতাকে গলাকেটে হত্যা করা হয়েছে। 

সোমবার (১৯ জুন) রাত ৯টার দিকে বালুখালী ১১নং ক্যাম্পের সিওয়ান ব্লক সংলগ্ন মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।  

আরিফ উল্লাহ ১১নং ক্যাম্পের সি ব্লকের হেড মাঝি এখলাছ মিয়ার ছেলে।

 

একই ক্যাম্পে আশ্রিত রোহিঙ্গা যুবক মোহাম্মদ অালী বাংলানিউজকে বলেন, উচ্চশিক্ষিত আরিফ উল্লাহ সবার প্রিয় ছিলেন। তিনি ক্যাম্পের কল্যাণে উন্নয়নকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রোহিঙ্গাদের উন্নয়নে কাজ করতেন। তিনি স্বপ্ন দেখতেন শান্ত পরিবেশে মিয়ানমার ফিরে যাওয়ার।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অাবুল খায়ের বাংলানিউজকে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।  

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (উখিয়া সার্কেল) চাইলাউ মার্মা বাংলানিউজকে বলেন, ঘটনার কারণ ও জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

বাংলাদেশ সময়: ০০২৮ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
টিটি/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।