ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
নান্দাইলে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষিকার মৃত্যু

কিশোরগঞ্জ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আকলিমা আক্তার (৪৭) নামে এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। 

সোমবার (১৮ জুন) দুপুরে কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের নান্দাইল উপজেলার সাভার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

আকলিমা নান্দাইল উপজেলার কারুয়া গ্রামের নূরুল আমিনের মেয়ে।

তিনি কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) ছিলেন।

স্থানীয়রা জানান, দুপুরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের স্বামীর বাড়ি থেকে বেড়াতে একটি সিএনজিচালিত অটোরিকশা করে মা, স্বামী ও দুই ছেলেকে নিয়ে বাবার বাড়ি নান্দাইলে আসছিলেন আকলিমা। এ সময় কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কের সাভার এলাকায় পৌঁছলে তাদের বহনকারী অটোরিকশাটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আকলিমা ও তার স্বামী দেলোয়ার হোসেন দোলন গুরুতর হন। এছাড়া দুই ছেলে রাদ ও জাহিদ আঘাত পায়।  

আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে আকলিমার মৃত্যু হয়। বর্তমানে দেলোয়ার হোসেন মমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।