ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নারায়ণগঞ্জে ৫ গ্যারেজের অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
নারায়ণগঞ্জে ৫ গ্যারেজের অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)। 

সোমবার (১৮ জুন) ডিপিডিসি শীতলক্ষ্যা জোন এ অভিযান পরিচালনা করে।

ডিপিডিসি’র প্রধান প্রকৌশলী (দক্ষিণ) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, অটোরিকশা গ্যারেজগুলোর বিরুদ্ধে হুকের সাহায্যে বিদ্যুৎ চুরির অভিযোগ ছিল।


 
তিনি আরও বলেন, গত এক বছরে নারায়ণগঞ্জে শতাধিক অটোরিকশা গ্যারেজের অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি কোটি টাকার ওপরে জরিমানা করা হয়েছে।

গ্যারেজগুলোর অবৈধ বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

ডিপিডিসি’র এ অভিযানে প্রধান প্রকৌশলী (দক্ষিণ) আবুল কালাম আজাদসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এএইচ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।