ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাঘাইছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যায় আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
বাঘাইছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যায় আটক ৪

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ির উপজেলায় সুরেন বিকাশ চাকমা (৪৫) নামে জনসংহতি সমিতির (জেএসএস-সংস্কার) এক কর্মীকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ জুন) সকাল থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।  

এ চারজন হলেন- উপজেলার নয়কিলো গ্রামের দেব কুমার চাকমার ছেলে দোয়েল লাল চাকমা (৩৬), সূর্য কুমার চাকমার ছেলে অরুণ চাকমা (৩০), বড়াদম এলাকার বিদ্যাসাগর চাকমার ছেলে উন্নতি চাকমা (১৮), দহন পাঠা গ্রামের কান্দায়া চাকমার ছেলে পেলেন চাকমা (২০)।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে জানান, নিহত সুরেন বিকাশ চাকমার স্ত্রী বাসন্তী চাকমা বাদী হয়ে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বাঘাইছড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে সন্দেহভাজন ওই চারজনকে আটক করা হয়।

রোববার (১৭ জুন) রাত ৮টার দিকে রূপকারী ইউনিয়নের দোখাইয়া এলাকায় সুরেনকে তার বাড়িতে গুলি করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।  

** বাঘাইছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।