ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে ইটভাটার মাঝিকে খুনের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
লক্ষ্মীপুরে ইটভাটার মাঝিকে খুনের অভিযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে সুদের টাকা পরিশোধ নিয়ে দ্বন্দ্বের জেরে ডেকে নিয়ে আবু ছায়েদ নামে এক ইটভাটার মাঝিকে খুন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাগর উদ্দিন নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৮ জুন) দুপুরে সদর উপজেলার কুশাখালীর নলডগী গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আবু ছায়েদ মধ্য নলডগী গ্রামের মৃত আবু তাহেরের ছেলে ও স্থানীয় একটি ইটভাটার মাঝি।

অভিযুক্ত বেলাল স্থানীয় সুদ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

চন্দ্রগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাফর আহমদ বাংলানিউজকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সুদ ব্যবসায়ী বেলালের ছোট ভাই সাগরকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এসআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।