ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সচিবালয়ের ১১১ সৃষ্ট পদের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
সচিবালয়ের ১১১ সৃষ্ট পদের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি স্মাররকলিপি জমা দিচ্ছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ। ছবি: বাংলানিউজ

ঢাকা: সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিবের ১১১টি সৃষ্ট পদের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছে সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদ।

সোমবার (১৮ জুন) জনপ্রশাসন সচিব ও অর্থ মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়ে এ দাবি জানায় তারা।

স্মারকলিপি অনুযায়ী তারা সহকারী সচিব ও সিনিয়র সহকারী সচিবের ১১১টি সৃষ্ট পদের স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি ছাড়াও তাদের বেতন স্কেল ১০ম থেকে ৯ম গ্রেডে উন্নীতকরণ, অভিন্ন জ্যেষ্ঠতা তালিকা প্রণয়ন করে পদোন্নতির ব্যবস্থা, বেতন সমতাকরণ বিধান পুনর্বহালসহ পাঁচ দফা দাবি তুলে ধরে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এই স্মারকলিপি গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
আরএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ