ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ফিরতি পথেও লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণে ব্যবস্থা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
ফিরতি পথেও লঞ্চে অতিরিক্ত যাত্রী নিয়ন্ত্রণে ব্যবস্থা নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান

মাদারীপুর: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণাঞ্চলের মানুষ। তবে লঞ্চে যেন অতিরিক্ত যাত্রী বোঝাই না করা হয় সেজন্য ঘাট এলাকায় ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। অন্যান্য বারের চেয়ে এবার আরও কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।

সোমবার (১৮ জুন) দুপুরে মাদারীপুরের কাঁঠালবাড়ী ঘাটে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, পুলিশ, র‌্যাব, ম্যাজিস্ট্রেটসহ সব দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় ঈদে ঘরমুখো মানুষেরা নির্বিঘ্নে ঘরে পৌঁছাতে পেরেছেন।

এবার কর্মস্থলে ফিরতেও ঘাট এলাকায় যেন কোনো সমস্যা সৃষ্টি না হয় সেদিকেও আমাদের কঠোর দৃষ্টি রয়েছে।  

মন্ত্রী আরো বলেন, আগামী কোরবানির ঈদও ভরা বর্ষা মৌসুমে। সেসময় পদ্মা যথেষ্ট উত্তাল থাকবে। আমরা আগেভাগেই ব্যাপক প্রস্তুতি নিয়ে রাখছি। যাতে যাত্রীরা নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।
এ সময় মন্ত্রীর সঙ্গে ঘাটে প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুন ১৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।