ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৮ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
মাগুরায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাবা-মেয়ের

মাগুরা: মাগুরা-যশোর সড়কের মাগুরার শালিখা উপজেলার কৃষ্ণপুর এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন বাবা ও মেয়ে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মা শাপলা বেগম। সোমবার (১৮ জুন) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হচ্ছেন-মাগুরা সদর উপজেলার রুপাটি গ্রামের লিয়াকত আলীর ছেলে মমতাজ আলী (৩৫) ও তার একমাত্র মেয়ে সুমাইয়া (০৬)। আহত শাপলাকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


  
প্রতিবেশী হোসেন বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে মমতাজ আলী স্ত্রী ও মেয়েকে নিয়ে ইঞ্জিনচালিত ভ্যানে করে নিজ গ্রাম মাগুরা সদরের রুপাটি থেকে শালিখা উপজেলার হরিশপুরে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে শালিখার কৃষ্ণপুর এলাকায় বিপরীতমুখী যাত্রীবাহী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শিশু সুমাইয়া মারা যায়। গুরুতর আহত হন সুমাইয়ার মা-বাবা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর
হাসপাতালে ভর্তি করা হলে কিছুক্ষণ পর মমতাজ আলীর মৃত্যু হয়।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘাতক বাসটিকে আটক করেছে। শালিখা থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, জুন ১৮, ২০১৮/আপডেট: ১৫১২ ঘণ্টা 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।