ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

কীর্তনখোলার তীরে মানুষের ভিড় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
কীর্তনখোলার তীরে মানুষের ভিড়  কীর্তনখোলার তীরে মানুষের ভিড় 

ব‌রিশাল: ঈদ উৎসবকে আরও আনন্দমুখর করতে বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ভিড় জমিয়েছেন নানান বয়সের মানুষ। ঈদের দ্বিতীয় দিন রোববার (১৭ জুন) সকাল থেকেই ঝলমলে আবহাওয়া উৎসবের আমেজ বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।

দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই বরিশালের বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো সাধারণ মানুষের পদচারণা মুখর হয়ে ওঠে। বিশেষ করে কীর্তনখোলা নদী ও নদী-তীরবর্তী বিভিন্ন মনোরম পরিবেশে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে বেড়াতে এসেছেন অনেকেই।

কীর্তনখোলা নদী তীরবর্তী ত্রিশ গোডাউন এলাকা, মুক্তিযোদ্ধা পার্ক, কীর্তনখোলা নদীর ওপর নির্মিত দপদপিয়া সেতু (শহীদ আব্দুর রব সেরনিয়াবাত), খয়েরাবাদ সেতু এলাকা দর্শনার্থী ও ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত হয়ে উঠে। অনেকে নদীতে নৌকা-কিংবা ইঞ্জিন চালিত ট্রলারে ঘুরে বেড়ানোর সুযোগটা কাজে লাগাচ্ছেন।

বরিশাল নগরের স্বাধীনতা পার্ক, বঙ্গবন্ধু উদ্যান, কাঞ্চন পার্ক, ডিসি গার্ডেন, বিবির পুকুর, কালেক্টরের পুকুর পাড়, চৌমাথা লেক, উজিরপুর উপজেলার গুঠিয়ার দৃষ্টিনন্দন বায়তুল আমান জামে মসজিদ কমপ্লেক্স, এমনকি বিশ্ববিদ্যালয় এলাকাতেও ছিলো বিনোদন প্রেমীদের উপচে পড়া ভিড়।

পরিবারের সদস্যদের নিয়ে কীর্তনখোলায় ঘুরতে এসেছেন বরিশাল নগরের বাসিন্দা ইকবাল হোসেন। তিনি বাংলানিউজকে বলেন, এখানে বেশ ভালো লাগে। এখানকার পরিবেশটা দারুণ তাই সবাই মিলে চলে আসলাম।

বাংলা‌দেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এমএস/এমইউএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।