ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ শেষে ঢাকা ফিরছে মানুষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
ঈদ শেষে ঢাকা ফিরছে মানুষ রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ

বরিশাল: ঈদ উৎসবের রেশ কাটতে না কাটতেই জীবিকার তাগিদে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষজন।

ঈদের পরে দিন রোববার (১৭ জুন) বিকেল থেকেই বরিশাল নদী বন্দরে ঢাকামুখী যাত্রীর উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ঈদ উৎসব শেষে মানুষ পুরো দমে ফিরতে শুরু না করলেও রোবব‍ার দিবাগত রাতে ঢাকার উদ্দেশে বরিশাল নদী বন্দর ছেড়েছে ৮টি বেসরকারি লঞ্চ ও একটি সরকারি জাহাজ।

খুব একটা ভিড় না থাকায় এখন যারা ফিরছেন তার‍া মোটামুটি স্বস্তিতেই ফিরছেন।

ঢাকাগামী অ্যাডভেঞ্চর-৯ লঞ্চের যাত্রী আজিম হোসেন বাংলানিউজকে বলেন, সোমবার অফিস খুলছে। বাড়তি কোনো ছুটি না থাকায় ঢাকায় ফিরতে হচ্ছে। স্বল্প সময়ের জন্য হলেও বাড়িতে এসে বাবা-মায়ের সঙ্গে ঈদ করতে পেরেছি এটাই অনেক আনন্দের।

রাসেল সিকদার জানান, যাত্রীর চাপ বাড়ার আগেই পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরছি। এখন ভোগান্তি কম হবে।

বরিশাল সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেল্লাল হোসেন বাংলানিউজকে বলেন, বরিশাল ঘাট থেকে ৮টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে গেছে। পাশাপাশি ভায়া ২টি লঞ্চও বরিশালে ঘাট দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। এছাড়া এমভি মধুমতি নামে সরকারি জাহাজ যাত্রী নিয়ে বিকেলে বরিশাল নদীবন্দর ত্যাগ করেছে।

এখনো যাত্রীর তেমন চাপ না থাকলেও সোমবার থেকে চাপ বাড়বে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, জুন ১৮, ২০১৮
এমএস/এমইউএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।