ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

২২০ টাকার ভাড়া ঈদে ২৭০ নিচ্ছে এনা পরিবহন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
২২০ টাকার ভাড়া ঈদে ২৭০ নিচ্ছে এনা পরিবহন বাঁয়ে টিকিট, ডানে কাউন্টারে যাত্রীদের লাইন। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহ-ঢাকা রুটে চলাচলকারী এনা পরিবহন সাধারণত যাত্রীদের কাছ থেকে ভাড়া নিয়ে থাকে ২২০ টাকা। কিন্তু এবার ঈদুল ফিতরের আগে-পরে চারদিন তারা যাত্রীদের কাছ থেকে নিচ্ছে ৫০ টাকা করে বেশি। বাড়তি ভাড়া আদায় বন্ধে সরকার কড়াকড়ি জারি রাখলেও এরই মধ্যে এনা কর্তৃপক্ষ এভাবে অতিরিক্ত টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এ রুটে চলাচলকারী যাত্রীরা।

ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালে এনা পরিবহনের চালক, হেলপার ও কাউন্টার মাস্টার এবং যাত্রীদের সঙ্গে কথা বলে বাড়তি ভাড়া আদায়ের এ তথ্য পাওয়া যায়। কাউন্টার মাস্টাররা বলছেন, ঈদের আগের দিন শুক্রবার (১৫ জুন) থেকে সোমবার (১৮ জুন) পর্যন্ত এভাবেই বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীদের।

রোববার (১৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরীর মাসকান্দা কেন্দ্রীয় বাস টার্মিনালের এনা পরিবহনের কাউন্টার সংশ্লিষ্ট কর্মকর্তা ও যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ঢাকা থেকে ময়মনসিংহে আসা যাত্রীদের কাছ থেকে গত শুক্রবার (১৫ জুন) থেকে নির্ধারিত ২২০ টাকার ভাড়ার পরিবর্তে ২৭০ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে। ফলে এক দিনেই ময়মনসিংহগামী যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া হিসেবে ৪০ সিটের ৬০টি বাস ১ লাখ ২০ হাজার টাকা আদায় করে।  

একই অবস্থা বলবৎ ছিল ঈদের দিন শনিবারও (১৬ জুন)। পরিবারের সান্নিধ্যে ঈদ উদযাপন শেষে রোববার (১৭ জুন) থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে কর্মজীবী লোকজন। সে হিসেবে এদিন বিকেলে মাসকান্দা বাস টার্মিনালে এনা পরিবহনের টিকিট কাউন্টারের সামনে দেখা যায় টিকিটপ্রত্যাশী যাত্রীদের লাইন। এ যাত্রীদের দেখা যায়, ২২০ টাকার বদলে টিকিটের দাম ২৭০ টাকা দাবি করায় তারা কাউন্টার মাস্টারদের সঙ্গে বচসায় জড়াচ্ছেন।

ঠাসাঠাসির মধ্যে দাঁড়িয়ে থাকা একটি সরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী সোহেল মিয়া (৩৩) বাংলানিউজকে বলেন, ‘আগাম ঘোষণা ছাড়াই পুরোপুরি অনিয়মতান্ত্রিকভাবে যাত্রীদের পকেট কাটা শুরু করেছে এনা পরিবহন। সবসময় ২২০ টাকা করে টিকিটের দাম নেওয়া হলেও এখন নেওয়া হচ্ছে ২৭০ টাকা। ’

যাত্রীদের অভিযোগের পর অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে জানতে চাইলে টিকিট কাউন্টার মাস্টার ফারুক মিয়া বলেন, ‘এনা পরিবহনের বাসভাড়া শুধু ঈদযাত্রার বেলায় বাড়ানো হয়েছে। ঈদের আগের দিন ঢাকা থেকে ময়মনসিংহগামী যাত্রীরা ৫০ টাকা করে অতিরিক্ত ভাড়া দিয়েছেন। বাকি দু’দিন ময়মনসিংহ থেকে ঢাকাগামী যাত্রীরা অতিরিক্ত এই ভাড়া দেবেন। এরপর আগের নিয়মেই ২২০ টাকা ভাড়া থাকবে। ’ 

তিনি জানান, ময়মনসিংহ-ঢাকা রুটে প্রতিদিন ১২০টি বাস যাতায়াত করে। ঈদে কেবল ময়মনসিংহ থেকেই ছেড়ে যায় ৬০টি বাস।  

এই কাউন্টারের সামনেই দাঁড়িয়ে থাকা এনা পরিবহনের একটি বাসের সুপারভাইজার আব্দুল আজিজ (৪০) বাংলানিউজকে বলেন, ‘বছরের সব ক’টি দিন বিআরটিএ’র নির্ধারিত ভাড়ায় যাত্রী পরিবহন করি। কোম্পানি ঈদ উপলক্ষে চার দিন ভাড়া বাড়িয়েছে। কেন বাড়িয়েছে এটা তারাই বলতে পারবে। ’ 

আব্দুল আজিজের কথা শুনেই ক্ষেপে গেলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী মনির হোসেন। ক্ষোভ জানিয়ে তিনি বলেন, ‘এনা পরিবহনের মালিকপক্ষ অনেক প্রভাবশালী। নইলে সরকারের সড়ক পরিবহনমন্ত্রী এ নিয়ে কড়া বার্তা দিলেও তারা কিভাবে লঙ্ঘনের ধৃষ্টতা দেখান? তারা নিজের মর্জিমাফিক যাত্রীদের পকেট কেটে নিজের আখের গোচাচ্ছে। ’ 

এই যাত্রীর বক্তব্য সমর্থন করেন টিকিট পেতে নারীদের লাইনে দাঁড়িয়ে থাকা জ্যোতি ইসলামসহ অন্যরা। তারা বলেন, ‘বাড়তি ভাড়ার পাশাপাশি যখন তখন দুর্ঘটনা ঘটালেও এই পরিবহনের চালক-শ্রমিকরা পার পেয়ে যান। ’ 

ঈদে কর্মস্থলে ফেরা মানুষের কাছে বাড়তি ভাড়া মালিকের নির্দেশেই নেওয়া হচ্ছে জানিয়ে ঢাকা মেট্রো-ব-১৪-৫৮০৫ বাসের চালক মো. ফজলু মিয়া জানান, ‘ঢাকায় ফেরা মানুষের চাপ শুরু হয়ে গেছে। একসঙ্গে কমপক্ষে পাঁচটি বাস মাসকান্দা টার্মিনাল থেকে ছাড়া হচ্ছে। ৫০ টাকা ভাড়া বেশি হলেও ভালো সার্ভিস পেয়ে যাত্রীরা খুশি। ’ 

তবে ভিন্নচিত্র এই বাস টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সৌখিন পরিবহন, আলম এশিয়াসহ নিম্ন আয়ের মানুষজনের যাতায়াতের ভরসা হিসেবে পরিচিত অন্য কয়েকটি সার্ভিসের।  

সৌখিন পরিবহনের চালক সুজন বাংলানিউজকে বলেন, ‘আমরা সবসময় দেড়শ’ টাকা ভাড়া নেই, এখনও তাই নিচ্ছি। আমরা এনা পরিবহনের মতো যাত্রীদের জিম্মি করছি না। ’ 

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, জুন ১৭, ২০১৮ 
এমএএএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।