ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
কক্সবাজারে অটোরিকশার ধাক্কায় কিশোরের মৃত্যু

কক্সবাজার: কক্সবাজারে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় বাবু দে (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

রোববার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের পূর্ব হিন্দুপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। বাবু দে ওই পাড়ার ননীদের ছেলে।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আতিক উদ্দিন বাংলানিউজকে জানান, দুপুরে বাড়ি থেকে বের হয়ে খুরুশকুল টাইম বাজারের দিকে যাচ্ছিল বাবু দে। এসময় পেছন থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। তা‍ৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
টিটি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।