ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাকেরগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
বাকেরগঞ্জে ট্রলার ডুবে নিখোঁজ ৪

ব‌রিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের কারখানা নদীতে ট্রলার ডুবে চারজন নিখোঁজ রয়েছেন।

রোববার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে ডিসি রোড সংলগ্ন খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুর্ঘটনার সময় ট্রলারটি খেয়াঘাটের পন্টুনে বাঁধা ছিল।

ভাঙনকবলিত নদীর তীরের মাটির অংশ (মাটির ঢেলা) আকস্মিক ভেঙে যাওয়ায় ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারটিতে ২০/২৫ জন আরোহী ছিলেন। যাদের মধ্যে বেশিরভাগই সাঁতরে উপরে উঠতে সক্ষম হন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ফরিদপুর ইউনিয়নের পশ্চিম ফরিদপুরের বাসিন্দা ফিরোজ খানের মেয়ে লিনা (১৪), দক্ষিণ নলুয়ার হিরনের ছেলে রিপন (১৮), জামাল চাপরাশির ছেলে ইমরান (১৫) ও বাউফলের ধুলিয়া ইউনিয়নের জামালকাঠির বাসিন্দা আল মামুনের শিশু সন্তান হাফসাসহ (৪) চারজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থল উপজেলার ফরিদপুর ইউনিয়নের কাকরদা এলাকার মধ্যে। যেটি ডিসি রোডের খেয়াঘাট হিসেবে পরিচিত। এখন পর্যন্ত চারজন নিখোঁজ হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৮, আপডেট: ১৬৪৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।