ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুর্বৃত্তের গুলিতে নিহত বিজয়ের ময়নাতদন্ত সম্পন্ন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২০ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
দুর্বৃত্তের গুলিতে নিহত বিজয়ের ময়নাতদন্ত সম্পন্ন বিজয়ের মরদেহ নেওয়া হচ্ছে। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: খাগড়াছড়ির পানছড়িতে শনিবার দুর্বৃত্তের গুলিতে নিহত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা গ্রুপ) সদস্য বিজয় ত্রিপুরার (৩৫) মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।

রোববার (১৭ জুন) দুপুরে খাগড়াছড়ি জেলা আধুনিক সদর হাসপাতাল মর্গে এই ময়না তদন্ত করা হয়।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানিয়েছে, স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি।

এর আগে শনিবার বিকেলে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার দুর্গম পাইয়ংপাড়ায় দুর্বৃত্তের গুলিতে প্রাণ হারান জনসংহতি সমিতির সদস্য বিজয় ত্রিপুরা। তিনি পানছড়ির উল্টাছড়ি ইউনিয়নের কার্বারীপাড়া এলাকার মানিক্য ত্রিপুরার ছেলে।

দলীয় সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে তার মরদেহ খাগড়াছড়ি সদরের তেঁতুলতলায় দাহ করা হতে পারে।

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা) গ্রুপের কেন্দ্রীয় তথ্য সম্পাদক সুধাকর ত্রিপুরা ঘটনার জন্য ইউপিডিএফ কে দায়ী করেছেন। অবশ্য ইউপিডিএফ অভিযোগ অস্বীকার করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।