ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদ আনন্দ ভ্রমণে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
ঈদ আনন্দ ভ্রমণে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ২ যুবকের মধুমতীর তীর। ছবি: বাংলানিউজ

মাগুরা: মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালীতে ঈদ আনন্দ করতে গিয়ে বজ্রপাতে রমজান ও শরীফ নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জুন) বিকেলে মধুমতীতে নৌকা ভ্রমণে গেলে বজ্রপাতের শিকার হয়ে পানিতে পড়ে মারা যান তারা।

এলাকাবাসী জানায়, বিকেলে বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের ১২ জন যুবক ঈদ আনন্দ করতে নৌকা নিয়ে মধুমতীর ভেল্লাকান্দী ব্রিজ এলকায় ঘুরতে যান।

এসময় বজ্রপাতের শিকার হয়ে তিনজন পানিতে পড়ে যান। এর মধ্যে একজন নৌকায় উঠতে সক্ষম হন আর বাকি দুইজন মারা যান।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মধুমতী নদীতে ঘুরতে গিয়ে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। পরে এলাকাবাসী জাল টেনে মরদেহ দুইটি উদ্ধার করে।

এ ব্যাপারে মহম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২৩৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।