ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

রাজধানীর বিনোদন কেন্দ্রে বৃষ্টি-বিড়ম্বনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
রাজধানীর বিনোদন কেন্দ্রে বৃষ্টি-বিড়ম্বনা বিনোদন কেন্দ্রে বৃষ্টি-বিড়ম্বনা-ও জাতীয় চিড়িয়াখানায়

ঢাকা: নগরবাসী ঈদের আনন্দ স্বজনদের সঙ্গে কাটাতে ভিড় জমিয়েছন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। শনিবার (১৬ জুন) সকাল থেকে বিনোদন কেন্দ্রগুলোতে ছিলো উপচে পড়া ভিড়।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। কেউ এসেছেন পরিবার নিয়ে, আবার কেউবা বন্ধু-বান্ধবের সঙ্গে ঘুরতে এসেছেন।

কিন্তু হঠাৎ করে বিকেল সাড়ে ৪টার পর থেকে শুরু হয় গুঁড়ি-গুঁড়ি বৃষ্টি। ধীরে ধীরে ফাঁকা হতে থাকে বিনোদন কেন্দ্রগুলো। এসময় অনেকেই দৌঁড়ে পাশে-পাশের রেস্টুরেন্ট বা অস্থায়ী দোকানগুলোতে আশ্রয় নেয়। আবার অনেকেই গাড়ি নিয়ে স্থান ত্যাগ করেন।  

বিকেলের দিকে সরেজমিনে রাজধানীর বোটানিক্যাল গার্ডেন ও জাতীয় চিড়িয়াখানায় মনেই দৃশ্য দেখা যায়।

আরিফা নামে এক দর্শনার্থীর বাংলানিউজকে জানান, ‘পরিবারের সবার সঙ্গে বেড়াতে এসেছি। কিন্তু দুর্যোপূর্ণ আবহাওয়ার কারণে এখন বাসায় ফিরতে হচ্ছে। বোটানিক্যাল গার্ডেন, চিড়িয়াখানা ঘুরব বলে বাসা থেকে খাবারও সঙ্গে এনেছি কিন্তু বৃষ্টি...। ’

আবির নামে অপর এক দর্শনার্থী বলেন, ‘বৃষ্টির কারণে বিনোদন থেকে বঞ্চিত হলাম। এখন অপেক্ষা করছি যদি বৃষ্টি থামে, তাহলে বন্ধুদের সঙ্গে কিছুটা মজা করতে পারবো। বৃষ্টি যদি না থামে, তাহলে তো আর কিছুই করার নেই। ’

ইদ্রিস আলী নামে একজন চিড়িয়াখানার গেটে এসে টিকিট কাটবেন এমন সময় বৃষ্টি শুরু হয়। তিনি জানান, ‘টিকিট আর কাটা হলো না। বাসায় ফিরে যাচ্ছি। যদি বৃষ্টি না থাকে তাহলে আগামীকাল ঘুরতে আসব। পরিবার নিয়ে ঘুরব, বৃষ্টির দিনে ঝুঁকি নিতে চাইছি না। ’

বাংলাদপশ সময়: ১৮২১ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
ইএআর/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।