ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

যেকোনো দুর্যোগ মোকাবিলার ক্ষমতা আছে আমাদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
যেকোনো দুর্যোগ মোকাবিলার ক্ষমতা আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা। ছবি: পিআইডি

ঢাকা: যেকোনো দুর্যোগ আসুক তা মোকাবিলা করবার ক্ষমতা বাংলাদেশের আছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

শনিবার (১৬ জুন) গণভবনের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এ মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের গণতন্ত্র আজ।

বাংলাদেশ আজ স্বাধীন, অর্থনৈতিকভাবে শক্তিশালী হচ্ছে, বাংলাদেশের গণতন্ত্র আজ সুরক্ষিত। বাংলাদেশের জনগণের মৌলিক অধিকারগুলো আমরা নিশ্চিত করতে পেরেছি।

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে শেখ হাসিনা বলেন, ঈদের দিনে আল্লাহর কাছে চাইবো, বাংলাদেশে উন্নয়নের যে ধারা সূচিত হয়েছে এটা যেন অব্যাহত থাকে।  

প্রধানমন্ত্রী বলেন, আমরা যেন বিশ্বসভায় মাথা উঁচু করে মর্যাদার সঙ্গে চলতে পারি। আমরা দেশকে সেভাবে গড়ে তুলছি, ইনশাল্লাহ দেশ সেভাবে এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ শুভেচ্ছা।  ছবি: পিআইডি
তিনি বলেন, বাধাবিঘ্ন অনেক কিছু আমাদের অতিক্রম করতে হয়েছে, করতে হবে। এটা খুবই স্বাভাবিক।  

বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, আজ বাংলাদেশ অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, দেশের মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। তাদের জীবনমান উন্নত হচ্ছে, শিক্ষার হার বেড়েছে। গড় আয়ু বেড়েছে, দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে।

তিনি বলেন, দেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।  

বক্তব্যের শুরুতে দেশে ও প্রবাসে বসবাসকারী সব বাংলাদেশিদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, এক মাস রোজা রাখার পর, সিয়াম সাধনার পর এই ঈদ সবার জীবনে অনাবিল আনন্দ নিয়ে এসেছে। বাংলাদেশের মানুষ এই আনন্দঘন পরিবেশে সারাটা জীবন বসবাস করবে, সুন্দরভাবে বাঁচবে সেটাই আমার কামনা।

তিনি বলেন, ঈদের আনন্দ সবার ঘরে ঘরে পৌঁছাক। সবাই অনাবিল আনন্দ নিয়ে ঈদ উৎসব পালন করুক।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।