ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলগঞ্জে বন্যার পানিতে নিখোঁজ ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
কমলগঞ্জে বন্যার পানিতে নিখোঁজ ৩ ব্যক্তির মরদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যার পানিতে ডুবে নিখোঁজ বাবা-ছেলেসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৬ জুন) দুপুরে উপজেলার নয়াগাও ও শিংলাউড়ি গ্রাম থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের বাসিন্দা সাত্তার মিয়া (৫৫) ও তার ছেলে করিম মিয়া (২৪) এবং শমশেরনগর ইউনিয়নের শিংড়াউলি গ্রামের জামাল মিয়া (৪০)।

জামাল মিয়া শারীরিক প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার (১৫ জুন) রাতে বাড়ির পাশ থেকে সাত্তার মিয়া ও তার ছেলে আব্দুল করিম ঢলের পানিতে ডুবে নিখোঁজ হন। পরে দুপুরে উপজেলার নয়াগাও এলাকার আনুশাহের মাজারের পাশ থেকে বাবা-ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। একইভাবে শনিবার সকালে ধলাই নদের ঢলের পানিতে নিখোঁজ হন প্রতিবন্ধী জামাল মিয়া। পরে দুপুরে উপজেলার শিংলাউড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কমলগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনি রাণী দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এর আগে কুলাউড়া ও রাজনগরে বন্যার পানিতে ডুবে দুই শিশু মারা যায়। এরফলে এ পর্যন্ত বন্যায় মৌলভীবাজারে নিহতের সংখ্যা পাঁচজন দাঁড়ালো। এছাড়া কুলাউড়া ও কমলগঞ্জে শিশুসহ আরও পাঁচজন নিখোঁজ রয়েছে বলে বিশ্বস্ত একাধিক সূত্রে জানা গেছে। তবে তাদের নাম ঠিকানা এখনো জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৮ অাপডেট: ০২৫৩ ঘণ্টা
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ