ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নিজের আনন্দ অন্যের মাঝে ছড়িয়ে দিন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
নিজের আনন্দ অন্যের মাঝে ছড়িয়ে দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ/ফাইল ফটো

ঢাকা: আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে ঈদ সার্থক করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি বলেন, নিজের ঈদ আনন্দ অন্যের মাঝে ছড়িয়ে দিন।

শনিবার (১৬ জুন) বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ঈদুল ফিতর মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব।

এই উৎসবের আনন্দ যাতে সমাজের প্রতিটি মানুষ ভোগ করতে পারে সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।

তিনি বলেন, নিজের আনন্দকে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারলে রমজান ও ঈদুল ফিতর তাৎপর্যপূর্ণ হবে।

ইসলামের সুমহান বাণী ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানি, কূপমণ্ডুকতার কোনো স্থান নেই। ইসলাম ধারণ করে মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরম সহিষ্ণুতা, সাম্য ও বিশ্বজনিন কল্যাণ।

অনুষ্ঠান থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান আবদুল হামিদ।

বঙ্গভবনে সকাল ১০টার দিকে এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তার স্ত্রী রাশেদা খানম। এসময় রাষ্ট্রপতির পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

বঙ্গভবনের দরবার হলে লুচি, পোলাও, গরু ও মুরগির মাংস, দই এবং বিভিন্ন রকম মিষ্টান্ন আপ্যায়ন করা হয় অতিথিদের।

বঙ্গভবনে রাষ্ট্রপতি ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক, কবি-সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, কূটনীতিক, সাংস্কৃতিক কর্মী, বিভিন্ন বাহিনী প্রধান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ধর্মীয় নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।
 
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, ডিপ্লোম্যাটিক কোরের ডিন বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চ বিশপ জর্জ কোচেরি, মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, তিন বাহিনী প্রধান।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।