ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শনিবার (১৬ জুন) সকাল ১০টায় বঙ্গভবনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।  

বঙ্গভবনে রাষ্ট্রপতির ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন মন্ত্রী পরিষদের সদস্য, বিচারপতি, রাজনৈতিক ব্যক্তিত্ব, কবি, সাংবাদিক, লেখক, বুদ্ধিজীবী, কূটনীতিক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার মানুষ।

 

সকাল সাড়ে ৯টার দিকে আলাদাভাবে গণভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে গণভবনে আলাদাভাবে বিচারপতি ও কূটনীতিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এমইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad