ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনারে মুসল্লিদের সমাগম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
উপমহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ মিনারে মুসল্লিদের সমাগম মুসল্লিদের সমাগম

দিনাজপুর: প্রায় ছয় লক্ষাধিক মুসল্লির সমাগমে দিনাজপুরে অনুষ্ঠিত হলো উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের জামাত।

শনিবার (১৬ জুন) সকাল ৯টায় অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন মাওলানা শামসুল হক কাসেমি।  

এতে অংশ নেন বিচারপতি এম ইনায়েতুর রহিম, হুইপ ইকবালুর রহিম, জেলা প্রশাসক ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ সবুর, পুলিশ সুপার হামিদুল আলম, পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিশিষ্ট ব্যক্তি ও ধর্মপ্রাণ মুসলমানরা।

কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়াকে ছাড়িয়ে দ্বিতীয়বারের মতো এই ময়দানে একসঙ্গে ৮ লক্ষাধিক মুসল্লির ঈদের নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়। মাঠ ও এর আশপাশ এলাকা ঘিরে নেওয়া হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা।  

এদিকে উপমহাদেশের সর্ববৃহৎ ঈদের এই জামাত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ঈদগাহ মাঠ তৈরির উদ্যোক্তা জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।