ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দেশের মঙ্গল কামনায় ঈদের নামাজ আদায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৩ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
দেশের মঙ্গল কামনায় ঈদের নামাজ আদায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়

ঢাকা: দেশের মানুষের সুখ, শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ জুন) সকাল ৮টার পর পরই সর্বস্তরের মুসল্লিদের অংশগ্রহণের মধ্য দিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়।

সংসদের দক্ষিণ প্লাজার ঈদ জামাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম, সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, সংসদ সদস্য মঈন উদ্দিন খান বাদল, ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ, সংসদ সচিবালয়ের কর্মকর্তা- কর্মচারীসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

নামাজ শেষে চিফ হুইপ আ স ম ফিরোজ দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান। দেশের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা চান তিনি।

চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নতির শিখরে এগিয়ে চলছে, দেশের মানুষ শান্তিতে আছে, তাই ঈদ সবার কাছে উৎসবমুখর হয়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এসএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।