ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০০ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত বায়তুল মোকাররমে ঈদের নামাজে মুসল্লিরা/ছবি- জি এম মুজিবুর

ঢাকা: বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে ইমামতি করেন মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

শনিবার (১৬ জুন) সকাল ৭টায় এ জামাত অনুষ্ঠিত হয়।

নামাজে মোনাজাতে দেশ-জাতির মঙ্গল কামনায় এবং দেশের সব সমস্যা দূর করতে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়।

 

নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিদের অত্যন্ত আনন্দ ও উৎফুল্লের সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায়।  

জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। মিরপুর-১ থেকে আসা শরিফুল জানান, ঈদে বাড়ি না গেলে এই মসজিদে এসে নামাজ পড়ি। জাতীয় মসজিদে ঈদের নামাজ পড়ার মাধ্যমে নিজের ভেতর অনেকটা শান্তি অনুভূত হয়। তাই এখানে ছুটে আসি।  

এছাড়া বায়তুল মোকাররমে ঈদের আরও ৪টি জামাত অনুষ্ঠিত হবে।  

শুক্রবার (১৫ জুন) দেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় শনিবার দেশব্যাপী উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর। তবে সৌদিআরবের সঙ্গে মিল রেখে বিভিন্ন জেলার কয়েকটি গ্রামে শুক্রবার ঈদ উদযাপিত হয়।

বাংলাদেশ সময়:  ০৭৫৮ ঘণ্টা, জুন ১৬, ২০১৮
এমএএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।