ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে ঈদের প্রধান জামাত সকাল পৌনে ৯টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
নীলফামারীতে ঈদের প্রধান জামাত সকাল পৌনে ৯টায়

নীলফামারী: নীলফামারীর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে শনিবার (১৬ জুন) সকাল পৌনে ৯টায় পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত। এর আগে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হবে নীলফামারী পুলিশ লাইন্স মাঠে সকাল সাড়ে ৮টায়। নীলফামারী জেলা প্রশাসন সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এছাড়াও সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে সার্কিট হাউস, কুখাপাড়া (ধনীপাড়া) ও বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাহ মাঠে। অপরদিকে সকাল সোয়া ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে জেলা শহরের জোরদরগাঁ ও মুন্সীপাড়া আহলে হাদিছ ঈদগাহ মাঠে।

সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে কলেজ স্টেশন ও গাছবাড়ি পঞ্চপুকুর ঈদগাঁহ মাঠে।  

তবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রধান জামাত সকাল ৯টায় বড় মসজিদে অনুষ্ঠিত হবে। অন্যান্য ঈদগাহ মাঠের জামাত সংশ্লিষ্ট এলাকার মসজিদে অনুষ্ঠিত হবে। সূত্র মতে, জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরীগঞ্জ ও সৈয়দপুর উপজেলাগুলোর প্রধান ঈদগাহ মাঠে জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

এদিকে প্রতি বছরের মতো এবারও জেলার সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হবে ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের সবদীগঞ্জ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়।  

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad