ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিবচরে হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
শিবচরে হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিরতণ করা হচ্ছে

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আশ্রয়’র পক্ষ থেকে দত্তপাড়া ও শিরুয়াইল ইউনিয়ন ও আশেপাশের শতাধিক হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৫ জুন) সকাল ৯টায় উৎরাইল মহিলা মাদরাসার মাঠে ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনটি উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল, সাদেকাবাদ, সিপাইকান্দি, দত্তপাড়া ইউনিয়নের গুয়াগাছিয়া, খাড়াকান্দি, মগড়াপুকুরপাড়, মগড়া, শৈল্যা, বাজেহারচর, তাজপুর এবং ভাঙ্গা উপজেলার আজিমনগর পুকুরপাড় এলাকার হতদরিদ্র পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করে।

ঈদ সামগ্রীর মধ্যে একটি পরিবারের রান্নার জন্য এক কেজি পোলাও’র চাল, একটি মুরগী, ৫০০ মিলি সয়াবিন তেল, দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি, দুধ ও মশলা দেয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ