ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শার্শায় পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০০ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
শার্শায় পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

বেনাপোল (যশোর): যশোরের শার্শার শিকারপুর গ্রামে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

শুক্রবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই গ্রামের কামরুজ্জামানের ছেলে রেজওয়ান (৬) ও মেয়ে মারিয়া (৫)।

নিহতের স্বজনরা বাংলানিউজকে জানান, পরিবারের অজান্তে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে রেজওয়ান ও মারিয়া। এরপর তারা বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। একপর্যায়ে পুকুরে তাদের দুই ভাই বোনের মরদেহ ভাসতে দেখা যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

শার্শার গোড়পাড়া পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) লুৎফর রহমান বিষয়টি  নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এটি হৃদয় বিদারক ঘটনা। ছেলে-মেয়েরা ঈদ  আনন্দ করতে হাতে মেহেদিও দিয়েছিল। এখন এই শোক কিভাবে তাদের বাবা-মা সইবে। কোনোভাবে তাদেরকে সান্তনা দেওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এজেডএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।