ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

১১ জেলায় পৃথকভাবে উদযাপন হচ্ছে ঈদ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১১ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
১১ জেলায় পৃথকভাবে উদযাপন হচ্ছে ঈদ বিভিন্ন জেলায় ঈদুল ফিতরের নামাজ আদায়। ছবি বাংলানিউজ

ঢাকা: সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে শুক্রবার (১৫ জুন) দেশের ১১ জেলায় পৃথকভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। জেলাগুলোর মধ্যে রয়েছে মাদারীপুর, পটুয়াখালী, লালমনিরহাট, পিরোজপুর, ঝিনাইদহ, ভোলা, বরগুনা, চট্টগ্রাম, দিনাজপুর, বরিশাল ও নারায়ণগঞ্জ। 

বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর: 

মাদারীপুর: সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাদারীপুরের ৪টি উপজেলার ৩০ গ্রামে শুক্রবার (১৫ জুন) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।  

এসব উপজেলার প্রায় ৫০ হাজার মানুষ বেশ কয়েকটি জামাতে ঈদের নামাজ আদায় করেছেন।

 

যে সব উপজেলায় ঈদ উদযাপিত হচ্ছে সেগুলো হলো- সদর উপজেলার পাঁচ খোলা ইউনিয়নের চরকালিকাপুর, মহিষেরচর, পূর্ব পাঁচখোলা, জাজিরা, কাতলা, তাল্লুক, খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর, পখিরা, খোয়াজপুর, কুনিয়া ইউনিয়নের দৌলতপুর, কালিকাপুর ইউনিয়নের কালিকাপুর, হোসনাবাদ, ছিলারচর ইউনিয়নের রগুনাথপুর, আংগুলকাটা, হাজামবাড়ী, কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের আন্ডারচর, কয়ারিয়া ও শিবচর উপজেলার বাহেরচর, কেরানীরবাট সহ ৩০ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ।

পটুয়াখালী: পটুয়াখালী জেলার ৪ উপজেলার কয়েক হাজার পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছে।  
 
উপজেলাগুলো হলো-বাউফল, কলাপাড়া, রাঙ্গাবালী ও গলাচিপা। এসব উপজেলার মানুষ কয়েকটি জামাতে ঈদের নামাজ আদায় করেন।  

লালমনিরহাট: লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় কয়েকটি গ্রামের শতাধিক পরিবার ঈদুল ফিতর উদযাপন করছে।

সকাল সাড়ে ৯টার দিকে কালীগঞ্জ উপজেলার মুন্সিপাড়ায় মওলানা ইমান আলীর ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার, সুন্দ্রহবী, কাকিনা, চাপারহাট, চন্দ্রপুর, আমিনগঞ্জসহ বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক পরিবারের মুসল্লিরা মুন্সিপাড়ার মসজিদে এসে ঈদের নামাজ আদায় করেছেন।

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার ৮টি গ্রামের ৬শ’ পরিবার শুক্রবার ঈদুল ফিতর উদযাপন করছেন।

মঠবাড়িয়ার সাপলেজা ইউনিয়নের ছয় গ্রামের ৫ শতাধিক পরিবার ঈদ পালন করছে। শুক্রবার সকাল ১০টায় সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া গ্রামের খোন্দকার বাড়িতে সকাল সাড়ে ৯টায় কচুবাড়িয়া গ্রামের হাজী ওয়াহেদআলী  হাওলাদার বাড়িতে ঈদের ২টি জামাত অনুষ্ঠিত হয়।

নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের লঘুনাথপুর ওখেজুরতলা গ্রামের শতাধিক পরিবার স্থানীয় খেজুরতলা বাজারের ১টি মসজিদে সকাল ৯টায় ঈদের নামাজ আদায় করেছেন।

ঝিনাইদহ: ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ১০টি গ্রামের ১৩০ জন মুসল্লি ঈদুল-ফিতরের নামাজ আদায় করেছেন।  

শুক্রবার (১৫ জুন) সকালে উপজেলার বলফিল্ডের সামনে এ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন হরিণাকুণ্ডুর দখলপুর গ্রামের রেজাউল ইসলাম।  

দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে হরিণাকুণ্ডুর চিথলীপাড়া, ভালকী, বৈঠাপড়া ও ফলসি, সিংঙ্গা, তৈলটুপি, দখলপুর ও পায়রাডাঙ্গা, কুলবাড়িয়াসহ ১০টি গ্রামের কয়েকটি পরিবার ঈদ উদযাপন করে আসছে।

ভোলা: ভোলার ৫ উপজেলার ১০টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

সকাল পৌনে ৯টায় জেলার বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।  

জেলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার ১০ গ্রামের মানুষ আগাম এ ঈদ উদযাপন করছেন।

এছাড়াও ভোলা জেলা কারাগারের ৫২৫ বন্দি ঈদের নামাজ আদায় করেছেন। এদের মধ্যে ৪৪২ জন হাজতি ও ৪৩ জন কয়েদি রয়েছে। যাদের মধ্যে ১৯ জন নারী।

বরগুনা: বরগুনার ১০টি গ্রামের প্রায় আড়াই হাজার পরিবারের মানুষ পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন করছেন।

শুক্রবার (১৫ জুন) সকাল সাড়ে ৮টায় বরগুনার বেতাগী উপজেলার বকুলতলী গ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।  

এছাড়াও জেলার বিভিন্ন স্থানে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর পালন করছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

জেলার পৌর শহরের আমতলা, সদর ইউনিয়নের পাজরাভাঙ্গা, কালিরতবক, গৌরীচন্না ইউনিয়নের ধুপতি, গৌরীচন্না, বেতাগী উপজেলার কাজিরাবাদ ইউনিয়নের বকুলতলী, আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নের গোজখালী, কুকুয়া ইউনিয়নের কুকুয়া, পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের সিংড়াবুনিয়া ও কাঁকচিড়া গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেন।
 
চট্টগ্রাম: দক্ষিণ চট্টগ্রামের কমপক্ষে ৪০টি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। শুক্রবার সাতকানিয়ার ১৭টি ইউনিয়ন, চন্দনাইশ ও বাঁশখালী উপজেলায় বেশ কয়েকটি গ্রামের কিছুসংখ্যক মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের মতো এবারও ঈদ উদযাপন করছেন।

মির্জারখীল দরবার শরীফের সূত্রমতে, সাতকানিয়ার মির্জাখীল, মাদার্শা গাটিয়া ডেঙ্গা, চন্দনাইশের কাঞ্চননগর, কানাই মাদারি, হারাল, বাইনজুরি, সাতবাড়িয়া, রওশনহাট, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালীর চাম্বল, শেখের খীল, কালিপুর, ছনুয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, লোহাগাড়ার বড়হাতিয়া, পুটিবিলা, কলাউজান, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, সন্দ্বীপ, রাউজান, ফটিকছড়ির কিছু এলাকাসহ চট্টগ্রামের প্রায় ৪০ গ্রামের কিছু সংখ্যক মানুষ শুক্রবার ঈদ-উল ফিতর উদযাপন করছেন।

এছাড়াও কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া ও হ্নীলা এবং পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ির বেশ কয়েকটি গ্রামের কিছু লোক একই সময়ে ঈদের নামাজ আদায় করেছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।  

শুক্রবার সকাল সাড়ে ১০টায় তারা ঈদের জামাত পড়েন।  

ঈদের জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা আসেন।  

দিনাজপুর: দিনাজপুরে ৫টি উপজেলার কয়েকটি গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।  

শুক্রবার সকাল ৮টায় দিনাজপুর শহরের পার্টি সেন্টারে ঈদুল ফিতরের নামাজ আদায় হয়। শহরের বিভিন্ন এলাকার শতাধিক মুসল্লি নামাজ আদায় করেন।  

এছাড়া জেলার বিরল উপজেলার ভাড়াডাঙ্গী বাজার, কাহারোল উপজেলার রসুলপুর-গড়েয়া বাজার, চিরিরবন্দর উপজেলার রাবার ড্যাম ও সাইতাড়া, বিরামপুর উপজেলার বিচ্ছিন্নভাবে কয়েকটি গ্রামের মানুষ ঈদের জামায়াত নামাজ আদায় করেন।  

বরিশাল: উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের বিভিন্ন এলাকায় সহস্রাধিক পরিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।  
 
শুক্রবার সকালে তারা কয়েকটি জামাতে ঈদের নামাজ আদায় করেন। মেহেন্দিগঞ্জ, বাবুগঞ্জ, উজিরপুর উপজেলায় এ জামাত অনুষ্ঠিত হয়।  

এছাড়া ঝালকাঠি জেলার উপজেলাগুলোতে বেশ কয়েকটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।