ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মির্জাপুরে দুই বাসের সংঘর্ষ নিহত ১, আহত ২৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
মির্জাপুরে দুই বাসের সংঘর্ষ নিহত ১, আহত ২৫ দুর্ঘটনা কবলিত দুই বাস

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নী নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কাউসার বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে রাজশাহীগামী খালেক পরিবহন ও উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের দু’টি বাস মহাসড়কের ওইস্থানে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ২৬ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে সেখানে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যাত্রী মারা যান।  

আহতদের মধ্যে আটজনকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।