ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক যান চলাচল স্বাভাবিক

ধামরাই (ঢাকা): ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ইসলামপুর থেকে বারবাড়িয়া প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত মহাসড়কের দুই পাশে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কিন্তু প্রতিটা বাসস্ট্যান্ডে লোকাল বাসের জন্য যাত্রীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

শুক্রবার (১৫ জুন) সকাল থেকে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে যান চলাচল স্বাভাবিক থাকতে দেখা যায়।

ইসলামপুর, থানারোড, ঢুলিভিটা, জয়পুরা কালামপুর এলাকায় বাড়ি যাওয়ার জন্য প্রতিটা বাসস্ট্যান্ডে যাত্রীরা লোকাল বাসের জন্য সারিবদ্ধভভাবে দাঁড়িয়ে রয়েছে।

এতে ভোগান্তিতে  পরতে হচ্ছে লোকাল যাত্রীদের।

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা লোকাল যাত্রী আরিফুল ইসলাম বাংলানিউজকে বলেন, সড়কে কোনো যানজট নেই। কিন্তু ইসলামপুর স্ট্যান্ডে বাসের জন্য দুইঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। কোনো বাসই এ স্ট্যান্ডে থেকে যাত্রী উঠাচ্ছে না।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিজাউল হক বাংলানিউজকে বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে ইসলামপুর থেকে বারবাড়িয়া পর্যন্ত কোনো ধরনের যানজট নেই। আর প্রতিটি বাসস্ট্যান্ডে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ