ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

ভোলার ১০ গ্রামে ঈদ উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
ভোলার ১০ গ্রামে ঈদ উদযাপন ঈদের নামাজ পড়ছেন মুসল্লিরা

ভোলা: সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলার পাঁচ উপজেলার ১০টি গ্রামের প্রায় ১২ হাজার মানুষ আগাম পবিত্র ঈদুল ফিতর উদযাপন করছেন।

শুক্রবার (১৫ জুন) সকালে সুরেশ্বর দরবারে পীর, ভান্ডার শরীফ ও সাতকানিয়া অনুসারীরা পৃথক পৃথকভাব জেলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলার ১০ গ্রামে মানুষ আগাম এ ঈদ উদযাপন করছেন।

সুরেশ্বর পীরের মুরিদ মজনু মিয়া জানান, সকাল পৌনে ৯টায় জেলার বোরহানউদ্দিনের মুলাইপত্তন গ্রামের মজনু মিয়ার বাড়ির দরজায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

সেখানে কয়েক শতাধিক মানুষ ঈদ জামাতে শরীক হন।

এছাড়াও পর্যায়ক্রমে চৌকিদার বাড়ি, পঞ্চায়েত বাড়িসহ বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

তিনি আরো জানান, প্রতিবছরই জেলার ১০টি গ্রামের মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করেন।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, জুন ১৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।