ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কমলাপুরে ধূমকেতু ও সুন্দরবনের জন্য অপেক্ষা

মফিজুল সাদিক, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৭ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
কমলাপুরে ধূমকেতু ও সুন্দরবনের জন্য অপেক্ষা ট্রেনের অপেক্ষায় স্টেশনেই রাত পার করেছেন যাত্রীরা। ছবি মফিজুল সাদিক

ঢাকা: রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৬টায় ছাড়ার কথা থাকলেও এখনও (৬টা) প্লাটফর্মে আসেনি ট্রেনটি। এখন সিডিউল বিপর্যয়ের কারণে ট্রেনটি সকাল ১০টা ২০ মিনিটে ছাড়বে বলে সম্ভাব্য সময় বেঁধে দেওয়া হয়েছে।

সুন্দরবন ট্রেনটির খুলনার উদ্দেশে ছাড়ার কথা ৬টা ২০ মিনিটে। এই ট্রেনেরও দেখা নেই।

এটি ছাড়ার সম্ভাব্য সময় দেওয়া হয়েছে ৬টা ৫৫ মিনিট।  ট্রেনের অপেক্ষায় স্টেশনেই রাত পার করেছেন যাত্রীরা।                                          ছবি মফিজুল সাদিক

নওগাঁর মান্দা উপজেলার রফিকুল ইসলাম ধূমকেতু এক্সপ্রেসে প্রথমে রাজশাহী পৌঁছাবেন। এরপরে যাবেন নওগাঁয়। কিন্তু ধূমকেতুর কোনো খবর নেই।

আলমগীর নামে রাজশাহীগামী আরেক যাত্রী বলেন, রাত দুইটা থেকে ধূমকেতুর অপেক্ষায় কমলাপুরে আছি। এখন শুনশি ১০টা ২০ মিনিটে ট্রেন ছাড়বে।  

ধূমকেতুর মতো অনিশ্চয়তায় সুন্দরবন এক্সপ্রেসের যাত্রীরাও। যশোরগামী যাত্রী মশিউর রহমান বলেন, কমলাপুরের স্ক্রিনে দেখলাম সুন্দরবন লেট হবে। এখন কতো লেট কে জানে?

রাত পোহালেই ঈদ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ সময়ে ঘরমুখো যাত্রীদের ভোগান্তির কোনো অন্ত নেই। রাত থেকে হাজারও যাত্রীর দখলে কমলাপুর।

তবে নির্ধারিত সময়ে এসেছে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেস। এই ট্রেনটির ছাদে চড়েও অসংখ্য মানুষ বাড়ি ফিরছেন। ট্রেনটিতে যেন তিল ধারণের ঠাঁই নেই। হাজারও ভোগান্তি হলেও ট্রেনের চাকা ঘুরলে সব যেন ভুলে যান ঘরমুখো মানুষেরা।  

বাংলাদেশ সময়: ০৬০৮ ঘণ্টা, জুন ১৫, ২০১৮
এমআইএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।