ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে দীর্ঘ যানজট 

ময়মনসিংহ: দিনভর ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের ময়মনসিংহ অংশে ঈদযাত্রা স্বাভাবিক থাকলেও রাত গড়াতেই সৃষ্টি হয়েছে যানজটের। 

এ মহাসড়কের সদর উপজেলার চুরখাই এলাকা থেকে বাইপাস মোড় গোল চত্বর এবং তা ছাপিয়ে নগরীর পাটগুদাম ব্রিজ মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত সড়কে কচ্ছপ গতিতে চলছে শত শত যানবাহন।  

এর ফলে ঈদে ঘর ফেরত যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বৃহস্পতিবার (১৪ জুন) দিনগত রাত সাড়ে ৩টা পর্যন্ত (এ রিপোর্ট লেখাকালীন) যানজট নিরসনে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছিল দায়িত্বরত পুলিশ সদস্যদের।  

শুক্রবার (১৫ জুন) সকালের আগে এ যানজট পুরোমাত্রায় নিরসন করা সম্ভব নয় বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তারা।  

ময়মনসিংহ পুলিশ কন্ট্রোল রুমের কন্ট্রোল অপারেটর মো. মাহবুবুল হক বাংলানিউজকে জানান, রাত গড়াতেই মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় ধীর গতিতে যানবাহন চলছে।  

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) এস এ নেওয়াজী বাংলানিউজকে জানান, রাত ১২টার পর হঠাৎ বৃষ্টি নামায় এবং মহাসড়কের বাইপাস গোল চত্বর এবং কেওয়াটখালী রেলওয়ে ওভার ব্রিজের নিচে দু’টি যানবাহন নষ্ট হয়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। পরে রেকারের মাধ্যমে গাড়ি দু’টি সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এখন ধীর গতিতে যানবাহন চলছে।  

শুক্রবার (১৫ জুন) সকালের মধ্যে যানজট নিরসন করা সম্ভব হবে বলে আশা করছেন তিনি।  

বাংলাদেশ সময়: ০৫৩৪ ঘণ্টা, জুন ১৫, ২০১৮ 
এমএএএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।