ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে আকস্মিক ঝড়ে কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
রাঙামাটিতে আকস্মিক ঝড়ে কয়েকটি ঘর ক্ষতিগ্রস্ত

রাঙামাটি: রাঙামাটি সদরে আকস্মিক ঝড়ো হাওয়ায় কয়েকটি ঘর লণ্ডভণ্ড হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৪ জুন) সকালের দিকে সদর উপজেলার মগবান ইউনিয়নের বড়াদাম এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হচ্ছিলো।

হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে। এসময় বৃষ্টির সঙ্গে তীব্র দমকা হাওয়া শুরু হলে মূহূর্তের মধ্যে এলাকার কয়েকটি বাড়ি-ঘরের টিনের চাল উড়ে যায় এবং গাছপালা উপড়ে পরে। এ দমকা হাওয়া  ঘণ্টা খানেক স্থায়ী ছিলো। এসময় ওই এলাকার স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হয়। তবে  হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রাঙামাটি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মগবান ইউনিয়নের স্থায়ী বাসিন্দা অরুন কান্তি চাকমা বাংলানিউজকে বলেন, সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি পড়তে থাকে। হঠাৎ করে বৃষ্টির পরিমাণ বেড়ে তীব্র দমকা হাওয়া শুরু হলে ঘণ্টা খানেকের মধ্যে এ এলাকার কয়েকটি বাড়ি-ঘরের চাল উড়ে যায়। এসময় অনেক গাছপালা মাটিতে উপড়ে পড়ে।  

এ ঘটনায় কেউ হতাহত হয়নি— যোগ করেন চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুন ১৪, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।